ভারতে তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলার কালাইয়ার কয়েলের কাছে ভারতের প্রত্মতত্ত্ব বিভাগ মাটি খুঁড়ে উদ্ধার করেছে সিরিয় সোনার মুদ্রা। ওই সোনার মুদ্রায় খোদাই করা রয়েছে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ' যার অর্থ হচ্ছে আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই।
প্রত্মতত্ত্ব বিভাগের এক কর্মী যার নাম জেমিনি রমেশ, তিনি বলেছেন, ‘মাদুরাই অঞ্চলে অনেক আগে ইসলাম ধর্ম প্রসার লাভ করেছিল এই মুদ্রা তার প্রমাণ করে।’ ভারতের শিক্ষাবিদরা এই এলাকাকে ভাইগাই উপত্যকা সভ্যতার অংশ হিসেবে বর্ণনা করেছেন। মুদ্রাটি ষষ্ঠ শতকের দিকের হবে বলে অনুমান করা হচ্ছে।
প্রায় ২৩০০ বছর আগের এই সভ্যতার হদিস মেলার পর ২০১৫ সালে এখানে খননকার্য শুরু হয়। মাদুরাইয়ের বাসিন্দা মুহাম্মদ ইউসুফ নামের একজন আইনজীবী বলেছেন, ‘১৪ শতকে মালিক কাফুরের মাদুরাই জয়ের আগেই ইসলাম পৌঁছেছিল এখানে। আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল দক্ষিণ ভারতের আর পান্ড্য রাজত্ব মুক্তার জন্য প্রসিদ্ধ ছিল।’ তার ধারণা, ইসলামের অস্তিত্ব যে এখানে অনেক আগে থেকেই ছিল তা খনন চালিয়ে গেলে ক্রমশ প্রকাশিত হবে।
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মাদুরাই শহরতলির অদূরে কিঝাড়ি ও শিবগঙ্গাই জেলার সীমান্তে খননকার্য শুরু হয়েছিল ।
লকডাউনের আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিসামি এই খননকার্য উদ্বোধন করেছিলেন । লকডাউনের কারনে কাজ বন্ধ থাকলেও আবার তা চালু হয়েছে বলে জানা গেছে। সূত্র : মুসলিম মিরর, ডেইলি মেইল।
0 Comments