"বোরজা ইয়াঙ্কি" নামটা শুনলে হয়তো সবাই তাকে চিনবে না। কিন্তু তার ছবিটা দেখলেই অনেকে তাকে চিনতে পারবেন। বিশেষত অল্পবয়সী নেটিজেনদের মধ্যে এখন তিনি ফেসবুকে বেশ জনপ্রিয়।
হাসিভরা মুখে বাংলা বলার জন্য মূলত সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় বোরজা।
গালভরা হাসি নিয়ে মজার বাংলা বলেন বিভিন্ন ভিডিওতে। আর তাতেই মশগুল নেট দুনিয়া। আর সম্প্রতি এই অল্পবয়সী ইউটিউবারের নতুন করে জনপ্রিয় এখন নেটিজেনদের কাছে।
কারণ সেই মজাদার বাচনভঙ্গিতেই বাংলা বলছেন বোরজা। বোরজার বাংলা বলার ভিডিও দেখে মজেছে নেটিজেনরা। চলতি সপ্তাহে ফেসবুকে বোরজার এমনই এক বাংলা বলার ভিডিয়ো ভাইরাল হয়।
ভিডিয়োটিতে গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৩০ লাখ ভিউ হয়েছে । শেয়ারের হয়েছে ৫৪ হাজারের ও বেশি, তার সঙ্গে ১৫ হাজার কমেন্ট।
এদের মধ্যে বেশিরভাগই বাঙালি। অনেকেই বিভিন্ন প্রবাদবাক্য বলে শোনানোর জন্য অনুরোধ করেছেন কমেন্ট শেকশনে।
অনেকের মনে প্রশ্ন, কানাডাবাসী বোরজা বাংলা জানলেন কী করে? পরে অবশ্য জানা যায় তার পরিচিত এক প্রবাসী বাংলাদেশি যুবকই তাকে টুকটাক বাংলা শেখাচ্ছেন। আর এতে বেশ মজা পেয়েছেন বোরজা।
0 Comments